সত্যম বদ প্রিয়ম বদঃ অপ্রিয়ম সত্যম মা বদ ছোটো বয়সে সংস্কৃত ক্লাশে অনুবাদ করেছিলামঃ সত্যম বদ প্রিয়ম বদঃ অপ্রিয়ম সত্যম মা বদ। মনের মধ্যে খটকা এখনো লেগে আছে। সত্য সবসময় 'প্রিয়' হবে এমন কোনো মানে নেই। লোকের মন রাখতে গিয়ে মিথ্যে বা অর্ধ সত্যের চাষ করে যেতে হবে। তারপর আমরা একটা সুস্থ সমাজ চাইব! মাঝে মাঝেই দেখি আমি হয়তো কোনো বন্ধুর পোষ্টে কিছু মন্তব্য করেছি যা সত্য কিন্তু তার মনঃপূত নয়। কিছুক্ষণ পর দেখি আমার মন্তব্য ডিলিট করে দিয়েছে। আমি হয়তো আর সেখানে কিছু মন্তব্য করব না বা তাকে আনফ্রেন্ড করব না ( তার স্তরে আমি কেন নামবো ?) কিন্ত সত্য কি ডিলিট করা যাবে? একটা তর্ক প্রায় শুনি- আমার সত্য বনা্ম তোমার সত্য। আমার হাসি পায়। সত্যের স্বরূপ তুমি- আমি -স্বাপেক্ষ নয়।
জাড্য বিজ্ঞানের ছাত্র নই। এজন্য অনেকে আমাকে কম-বুদ্ধিমান ভাবেন বরাবর। তার উপর কেজি ইস্কুলের প্রধান শিক্ষকতা করেছি- মানে একেবারেই পাতে দেবার যোগ্য নই। এ নিয়ে খুব একটা সমস্যা হয় না। বুদ্ধি ধার পাওয়া যায় , ফিরিতেও পাওয়া যায়। বুঝি না বললেই একসঙ্গে অনেকে বলে ওঠে -"আরে এটা এত সোজা, বোঝ না? এসো বুঝিয়ে দিচ্ছি।" এমনই একটি বিষয় -জাড্য। পাগলা। ক্লাশ টেন পর্যন্ত একটা জাবদা বিজ্ঞানের পড়তে হোত। কোর বিজ্ঞান বলা হত। ৭৫ মত পেয়েছিলাম। ওটা আমাদের HS Marksheet-এ লেখা থাকত কোনের দিকে। চিত্ত বাবু বিজ্ঞান পড়াতেন। গতি জাড্য ও স্থিতি জাড্য বুঝিয়েছিলেন। চিত্ত বাবু কবিতা লিখতেন, গল্প উপন্যাস লিখতেন, অসাধারণ বাটিকের কাজ করতেন। আমাকে খুব ভাল বাসতেন । তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত সম্পর্ক ছিল স্নেহ প্রীতি ও শ্রদ্ধার। গতি জাড্য একরকম বুঝতাম। এতদিনে স্থিতিজাড্য ব্যাপারটা পরিস্কার হোল। পুজো শেষ। এবার কাজে মন ফেরাতে হবে। কিন্তু মনের স্থিতিজাড্য পেয়েছে। কাজ করতে চাইছে না। শুধু অলস শুয়ে থাকতে চাইছে। মন ঘুরে বেড়াচ্ছে এরকম কোন যায়গায় কাজের কথা ভাবতেই রাজী নয়। কি করি?