পঞ্চাশ বছর আমাদের জীবনের অনেকখানি সময়। সেদিন ঠিক এই সময়ে আমি গোলাপবাগে হিউম্যানিটিজ বিল্ডিংস-এর সামনে অপেক্ষা করছি বন্ধুদের জন্য। আমার দায়িত্ব ছিল জাতীয় পতাকা নিয়ে প্রস্তুত থাকা। পতাকা উত্তোলনের জন্য খুঁটি , দড়ি ইত্যাদির ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসবেন জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। এক এক করে বন্ধুরা এসে জড় হতে লাগল। আসলে এই দায়িত্ব ছিল ছাত্র সংসদের। এস এফ আই-এর ইউনিয়ন। তারা আগের বছর এই দিনটি পালন করে নি। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল অমিয় সাহা। আমরা এক ক্ লাশেই পড়তাম। ব্যক্তিগত বন্ধু। ওর কাছে জানতে চাইলাম ওরা স্বাধীনতা দিবস পালন করবে কি না। অমিয় বলল,' এই স্বাধীনতাকে আমরা প্রকৃত স্বাধীনতা বলে স্বীকার করি না।'' আমি বললাম,' আমরা কাল বিশ্ববিদ্যালয় চত্বরে স্বাধীনতা দিবস পালন করছি। ইউনিয়ন যেহেতু করছে না, আমরাই দায়িত্ব নিচ্ছি। এলে খুশি হব।' পনেরোই আগস্ট কিছুক্ষণ পরে অমিয় তার দল্বল নিয়ে এল এবং আমি যেখানে জাতীয় পতাকা রেডি করে রেখেছিলাম তার দশ হাত দূরে গর্ত খুঁড়তে শুরু করল। আমি বিস্মিত হয়ে ওদের কাছে গিয়ে বললাম,' দুটো পতাকা খুব দৃষ্টিকটু লাগবে আজকের দ...
An online-biography of sir Syama Prasad Kundu.